বোঝে কিছু ?
দুধে–ভাতে বেশ, তবু
মিউ মিউ মিউ !
রামাশিস রেগে টং –
রোতি হ্যাঁয় কিউ ?
দিনে ঘুম, চুপচাপ,
রাতে ঘেউ ঘেউ !
রোজই ঢোকে এপাড়ায়
অচেনা কি কেউ ?
কারণে বা অকারণে
টি টি টি !
এতদিনে সহবত
শিখলি না, ছিঃ !
পুসি-কেলো-চন্দনা
হেসে মরে – ইস্ !
অ্যাপস্, মেইল, বোঝে না তো
কিছু – রামাশিস !
পাহারা তো কচু দেয়,
রাতে টেনে ঘুম !
কর্তাকে ছবি সেন্ড –
দিয়ে রাখলুম !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much