শেষ বিকেল
দুপুরের তীব্র জ্বালা রোদ
নিশ্চুপ মেটো পথে হাত ধরতেই নেমে এসেছিল
আকাশভরা মেঘের গর্জন, উত্তরের দূরন্ত ঝড়
পাহাড় সমান শিলা যখন একের পর মাথার উপর নেমে আসছে
হ্যাঁ ঠিক তখনই বুকে জড়িয়ে বলেছিলে
ভয় নেই, অন্ধকার দূর হবে একদিন।
আজ আলোয় আলোকিত। বসন্তের সুবাস চারিদিকে।
কতই না উন্নয়নের গ্রাম থেকে শহুরের মানুষগুলো!
রংবেরঙের হরেকরকম ফুলে ভরা সকাল দুপুর রাত্রি!
আর সেই পথ দিয়েই যাচ্ছিলাম আজ
অবাক চোখে চেয়ে দেখি এক বিস্ময়ের স্মৃতি মন্থন! ভালোবাসাহীন পৃথিবী।
একটি মেয়ে তার ভালোবাসা প্রমাণ দিতে জ্যান্ত লাশ হয়ে পড়ে আছে!
সেখানে তুমি আমাকে বুকে আগলে রেখেছিলে।
প্রিয়তমা! তুমি একবার এসে দেখে যাও
এই বসন্তময় পৃথিবীকে কীভাবে নরকের আগুন দিয়ে পাষান্ড করে তুলেছে।
প্রিয়তমা! অনন্ত একবার এসে দেখে যাও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much