বিরহী কথন
চিত্ত্ব মননে গেঁথেছি যারে
হারিয়ে ফেলেছি আমি তারে,
বিরহী মননে স্মৃতি ভাসে
যেখানে তোমার মুখটি আসে।
কাটে না প্রহর আমার আজ
তোমাকে হারিয়ে পড়লো বাজ,
এখনো তোমাতেই আমার বাস
পারিনা ভুলতে স্মৃতির রাশ।
তোমারি বিরহে মননের ঢেউ
দেখে না কষ্ট তোমাদের কেউ,
স্মৃতির পালকে পরশ দিই
তোমাকেই যেন খুঁজে নিই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much