প্রিয়তমা
প্রিয়তমা!যদি তোমার মন বলে,কবি ডাকছে তোমায়।
তবে একটি কবিতা লিখ আমার স্বাধীন বাংলাদেশের জন্য।
যদি শরৎ কে কাঁদতে দেখ,তবে ভেবে নিও কবি অনেক কষ্ট পেয়েছে,কারণ তুমি কবিতা লিখনি তাই।
প্রিয়তমা!যদি কখনো প্রজন্মের মিছিলের ডাক শোন,
তবে সেদিন মিছিলে যোগ দিও তুমি।
যদি মা বলে ডাকে তোমায় ওরা,
তবে একুশের চেতনার গল্পটা
শুনিয়ে দিও ওদের।
যদি ভূমিষ্ট জারজদের স্বাধীনতার
বিকৃতির ইতিহাস লিখতে দেখ,
তবে আর একটি মুক্তি যুদ্ধের
ডাক দিও শাহাবাগে।
প্রিয়তমা!যদি এ যুদ্ধে শহীদ হই,
তবে প্রজন্মের এ যুদ্ধের একটি গল্প লিখ অনুজদের জন্য।
যদি আর না ফিরি কখনো,তবে শহীদ বেদীতে তুমি নিজ হাতে একটি গোলাপ দিও সেদিন।
প্রিয়তমা!যদি তোমার ছেলেরা
তোমার কথা না শোনে,তবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের বজ্র কণ্ঠের স্বাধীনতার ভাষণটি শুনিয়ে দিও ওদের।
প্রিয়তমা!আমার বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও,প্রজন্মের জন্য একটি স্বাধীন নির্ভেজাল
দেশ রেখে যাব।
তোমার সন্তানদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করো,কারণ তিরিশ লক্ষ
শহীদের রক্তে ভেজা এ মাটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much