শীত
শীতের দ্বীপে বৃষ্টি এলে লেপের পাশে ছাতা
তিলক কামোদ মধ্যরাতে মলহারেতে গাঁথা।
খুব কুয়াশা যেমন মেঘ নকল করে ফোটে
আগুন জ্বেলে রাখার কাঠ বৃষ্টি নিলো ঠোঁটে।
বিকেলবেলা ক্রিকেট পিচে কাদার চোরাবালি
ছুটির দিনে চেয়ারে জল পার্কে বেঞ্চ খালি
এমন দিনে খিচুড়ি আর চপের স্বাদ ভালো।
একটি মেয়ে কাউকে ভেবে মেট্রো ফস্কালো।
আসাধারন লিখেছেনঃ কবি স্বরবৃত্তে ঝংকার তুলেছেন নুতুন গতিতে।
উত্তরমুছুন