২৪ নভেম্বর ২০২০

অলোক দাস



ব্যাস্ততা

শব্দ চয়নতো আকাশে বাতাসে, তার অস্তিত্য আমরা জানি না, আমরা শুধু ব্যাস্ত ছন্দ সানবন্দে, ওপরওয়ালা আমাদের সবকিছু দিয়ে পাঠিয়েছে, আমরা শুধু চেষ্টা করতে পারি, ফল কি হবে জানি না, এটি একটি প্রবাদ বাক্য, আমাদের কোনো আলস্য নেই, আমরা প্রতিনিয়ত ব্যাস্ত - জীবন তো একটাই, আনন্দে বাঁচতে হবে, কবিতা হোক প্রকৃত মানুষের জন্যে, যারা মানুষতো হীন, তাদের জন্য নয়, 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much