২৪ নভেম্বর ২০২০

কবি মিশ্র



পরকীয়া

আমার প্রতি দিনের অভ‍্যাস

সকালে গরম চায়ের সঙ্গে

সাদা কাপের প্রেম-

অব‍্যক্ত চেয়ারে কিছুটা হেলান দিয়ে

খবরের কাগজের সঙ্গে যেমন চোখের প্রেম,

কেমন যেন একটা আত্মিক যোগ...


অমলিন জানলাও চায় আমার আদর খেতে

বুলবুলি এসে জানান দেয় টোকা দিয়ে...


আমি যখন থাকি না, ওরা কি আমায় অনুভব করে?

দরজার পর্দা, খাওয়ার টেবিল, রান্নার গ‍্যাস,

ওরা যে আমার প্রতি দিনের অভ‍্যাস...


সব অলসতা কাটাতে সুবিন‍্যস্ত‍ বিছানা,

সমস্ত রাগ, অভিমান, কান্নার একমাত্র সাক্ষী,

আমার আদরের বালিশ, পাশবালিশ

ওরা কেমন আছে আমায় ছাড়া ??


ওরা কেউ চলমান নয়- 

যেখানে থাকি, সেখানেই সখ‍্যতা হয়, 

আলাদা আলাদা ভাবে


ওরা কেউ প্রতিবাদ করে না

নেই কোন হিংসা, দ্বেষ, অভিযোগ

আমার সব অত‍্যাচার সহ‍্য করে...

ওরাই আমার প্রকৃত বন্ধু

আমার পরকীয়া...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much