২৪ নভেম্বর ২০২০

মোঃ রুহুল আমীন



আমরা মধ্যবিত্ত

ধোপা কাচানো শার্ট গায়ে

কালি করা স্যান্ডেল পায়ে

চশমাটা তুলে ঐ কপালে, 

কিন্তু আসল কথাটি যাবেনা

বলা, আমরা মধ্যবিত্ত বলে।


করতে হবে বাজার ঘাট

মানিব্যাগটা গড়ের মাঠ

গিন্নির ফর্দ নিলাম তুলে, 

কিন্তু সত্য কথাটি পারিনা

বলতে, আমি মধ্যবিত্ত বলে।


চাল ডাল আর নুন তেল

দাম বাড়ে সকাল বিকেল

দু'চোখ ভেজে তপ্ত জলে,

তবু খাটি কথাটি পারিনা 

বলতে, আমি মধ্যবিত্ত বলে।


সহধর্মীনি করে প্যান প্যান

ছেলে মেয়েদের ঘ্যান ঘ্যান 

পড়ে গেছি মহা গ্যাঁড়াকলে, 

তবুও মুখ বুঁজে সব সইতে 

হয়, আমরা মধ্যবিত্ত বলে। 


মাস গেলে পাইনা বেতন

ব্যবসাটাও শিকেয় এখন

আল্লাহ জানে ক্যামনে চলে, 

এ কথাও কাউকে পারিনা 

বলতে, আমি মধ্যবিত্ত বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much