দর্শনেই ধর্ষিতা
দর্শনেতে কতো যে নারী,
ধর্ষিত হয় আজ
বেপরোয়া চলছে সেথায়
কি মনোরঞ্জন সাজ ।
শালীনতার বস্ত্র বিতান
নগ্ন ডি জে ফ্যাশনে
কুন্ঠিত আজ জাতির বিবেক
ইউরোপিয়ান সেশনে ।
উত্যক্ত আজ হচ্ছে পুরুষ
নোংরা চলন স্বভাবে
জাতি এখন ধ্বংসের দিকে
সুশাষনের অভাবে।
নারী যদি স্বচ্ছ থাকে
শ্রেষ্ঠ মানুষ হবে
ধর্ষণ করে পার পাবে না
ধর্ষক কোথায় রবে ।
মা বোন যে সবার আছে
হয়ে মধ্যে মনি
আইনের শাসন মানতে হবে
যতোই হোক না ধনী।
বন্ধ যদি না করা যায়
ডেটিং,চেটিং ফেক
শান্তি কুন্জে ঘটবে তবে
ভাঙ্গা গড়ার রেক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much