২৪ নভেম্বর ২০২০

কাজী জুবাইদা


বারান্দার ফুলেরা

আমার ফুলেরা পাতাতে পাতাতে 

লিখছে কি গান কথাতে কথাতে

ভাবছে কি কিছু রাখছে মাথাতে?

মন তা ধরতে পারে না!

          তারা স্বপ্নে দুলে

          দুলায় স্বপন।


করেনা মিথ্যে বীজের বপন 

         আমার মতো ব্যাথাতে,

ওরা আমার ও ধার ধারে না

         আমি দেখি বা না দেখি

ভালো বাসি কি না বাসি

       তাতে কিছু তো যায় আসে না,

       ওরা নিজের মতো নিজেই হাসে

আমার হাসিতে হাসে না


আমি শুধু ভাবি,

         ওরা কি আমায়

সত্যিই ভালো বাসে না?

আমি কেন তবে ওদের মতো 

দিন রাত্তির পেরিয়ে যতো,

         ভুল শুদ্ধের ঠিকানা ভুলে

ওদের সাথেই বাঁচি না?


ওরা ইচ্ছে হলে ফুল ফোটাতে

       ইচ্ছে হলেই হুল ফোটাতে জানে,

আমার মতো কারো মুখ তো যাচে না।


ওরা বারান্দার এক কোণে 

       রইছে আপন মনে

ওরা জন্মাবধি বারোমাস

       তবু জমে না দীর্ঘশ্বাস 

করে না তো অভিযোগ 

       নাই কোনো মনোরোগ

নাই নিকট নেই দূর 

নাই তাল নাই সুর

      তবে শুধু নাচে গিয়ে

      বাতাসে মৃদঙ্গ বাজায়,

আমি ওদের মতো নই,

      তাই নীরব হয়ে রই। 

অকারণে কল কল

ওটা মানুষেরই ছল

      সে বোঝেনা, 

      তবু বোঝাতে চায়

তাই নাচে, তাই গায়

      এটা সভ্যতার ভরং।


আমি ঐ ফুলের দিকে চাই,

      অন্তরে বাহিরে হেরে যাই,

      আমার ভিতরে বাহিরে ছাই

শুধুই পোড়া গন্ধ পাই,

      সেই আগুনে পুড়ে অরণ্য 

      লাগে যেন দাবানল

লোভের কীটে কাটলে অমন

      পুড়বে অনর্গল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much