২৪ নভেম্বর ২০২০

জৈদুল সেখ



জ্বলন্ত শূন্যতা

লোহায় গড়া রেলিং, বড়ো ইমারত

নিঃশব্দ ক্ষুধার্ত জ্বালায় মাথানত

অবুঝ শিশুটি বার বার ডাকে

ভালোবাসার বিশ্বাসে চাদরে মাথা ঢাকে

জ্যান্ত লাশের অজ্ঞাত শিশুর এ প্রহেলিকা

পৃথিবীর বুকে যেন আঁচড় মেরে বলে

        তোমরা কী কেউ দেখছো জ্বলন্ত শূন্যতা!


আম্ফানের অন্ধকারে আয়নার সামনে দেখি

চিরনিদ্রায় শায়িত মা, চাদরে মুখ লুকানো শিশুর চাঁদ

মায়ের স্নেহের পরশে, নিথর দেহের কানে

শিশুটি বার বার বলে মা মা মা .....


একবিংশ শতাব্দীর ক্ষুধার্ত শহিদের ভারতবর্ষ

মানুষের জন্য কেবলই উপহাস, লাঞ্চনা আর বঞ্চনা! 

দহন জ্বালায় জ্বলছি জ্বলব! প্রতিবাদ করব না? 

ক্ষমা করে দিও এ ভারতবর্ষ আমার না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much