২৪ নভেম্বর ২০২০

শুভমিতা বিশ্বাস



দুটো হাত 

 অসুখের ভেতর যে দুটো হাত

 ডালপালার মতো ছড়িয়ে থাকে

 সেই দুটো হাতেই আমি কোটি কোটি অসুখ চাই 

সেই দুটো হাতেই মাথা নীচু করি 

শ্রেষ্ঠ আশ্রয়ের জন্য


সেই দুটো হাতেই সব অসুখের ওষুধ পাওয়া সম্ভব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much