২৪ নভেম্বর ২০২০

মুনমুন ইসলাম মুনা



অতীত কাঠখড়ি

যত বার ভাবি তোমায় ভুলে যাবো

ঠিক তত বার দেখি তোমার মুখ।


অতীত প্রেম বর্তমানকে কাঁদায়

বর্তমান কাঁদায় অতীতকে।


বর্তমান উপহাস করে বলে আমি

ক্লান্ত তোমার অতীত ভুলে যাওয়ার

চেষ্টায়। 

আর কত,আর কত,

অতীতের কাঠখড়ি জ্বালাবে?

কয়লায় অতীতের বেদনার ছাই উড়াবে।


আমি বলি,খালি ঘরে শূণ্যস্থান পূরণ

যে হলো না,তুই বর্তমান ব্যর্থ খালি ঘর

পূরণে,তাই তো তোর বুকে অতীত 

কাঠখড়ি জমা করি,আর আমাবস্যায়

বেদনার ছাই উড়াই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much