২৩ নভেম্বর ২০২০

মধুমিতা রায়



মধ্যদুপুর

চলতে চলতে হঠাৎ দেখা,

সময় তখন মধ্যদুপুর

নদীর ঘাটে ছলাৎ ছলাৎ

মনকেমনের ঠুংরি নূপুর


একটা আকাশ এত্তো বড়

একটা মাঠে আকাশ ভরা

একটা বনে সূর্য ডোবা 

অন্য বনটি আলোয় গড়া


তেমন তেমন মেলে নি তো

যেমন যেমন কথা ছিল

সেই সুরে গান গায়নি তো সে

যেই গানটি গাওয়ার ছিল


চলতে চলতে হঠাৎ দেখা

সময় তখন মধ্যদুপুর

মেঘের বুকে মাদল বাজে

মনের মাঝে টাপুর টুপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much