বঁধু সাজে প্রিয়া
মন চায় তারে পায় মনে সুখ পাই
ভবজুড়ে দেখি ঘুরে তার তুল্য নাই।
রাঙা ঠোঁটে হাসি ফোটে গালে পড়ে টোল,
গানে সুরে বহুদূরে বাজে প্রেম ঢোল।
সারাবেলা রঙখেলা বঁধু সাজে প্রিয়া
প্রেম জাগে হৃদবাগে খুঁজে সখি হিয়া।
হাসি মুখ পাই সুখ মন যায় ভরে
ঘুরি বনে তার সনে প্রিয়া হাত ধরে।
ভব মাঝে নব সাজে সবচেয়ে দামী
প্রিয়া হাসি ভালোবাসি জানে অন্তর্যামী।
মন চায় সারাক্ষণ থাকি যেন সাথে
মনে সুখে প্রিয়া মুখে গান শুনি রাতে।
তুমি ছাড়া গৃহ হারা বেঁচে থাকা দায়
দিন যায় রাত আয় করি হায় হায়,
ভালোবেসে দেবো হেসে রাঙা ঠোঁটে চুমি,
একসাথে রবো রাতে আমি আর তুমি ।
জান পাখি বলে ডাকি থাক তুমি সুখে
প্রেমানলে অঙ্গ জ্বলে মরি দুখে দুখে।
তুমি হীন দুখ বীণ হৃদে বাজে সুর
ছেড়ে ঘর করে পর যাবে নাতো দূর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much