প্রশান্তি
তোমাকে যখন দেখি ,
আমার বুকের প্রশান্তে প্রবল ভু-কম্পন সৃষ্টি হয়
হৃদয় ছিটকে গিয়ে চাঁদের মতোন
পৃথিবী মঙ্গল এর মাঝে স্থবিরতা প্রাপ্ত হয় ।
তোমাকে না দেখে,
আমার ভিতর কোন এক সুদুর সুখের অব্যক্ত ব্যথায়
শীতের সন্ধ্যার তারার মতো লাস্যময়ী হয়ে উঠে
নিজেকে পেয়ে খুঁজে পাই হারানো সুর ।
তোমাকে যখন দেখি ,
হৃদপিণ্ড থেকে আমার উল্কা বৃষ্টি শুরু হয়
হৃদয়ের অনু ছিঁড়ে ছিঁড়ে
পাকস্থলীতে ভস্মের মহাস্তুপ সৃষ্টি করে ।
তোমাকে না দেখে,
আমার দুটি চোখ চৈতি পৃথিবীর মতো খর হয়ে উঠে
সেখানে দুঃখের অশ্রু প্রতিহিংসার তাপে
বাষ্পীভূত হয়ে লীন হয় ।
অসামান্য রূপের আলোক ছটায়
আলোকিত না হয়ে , ডুবে থাকি আরাধনায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much