প্রকৃতি ও তুমি
ই শীত চলে গেল তুমি কাছে ছিলে না অামার,
যখন অসহ্য ঋতু হিমে হিমে রুক্ষ্ণ অাবরণে
বরফের বীজমন্ত্র বুনে দিয়েছিল চারিধার,
কবির মাতাল মন বিমর্ষ হইল যে কারণে ।
তবু এই দেহে মনে বয়ে চলেছিলো উচ্ছলতা
মাতাল যৌবন ভার-- পরিপূর্ণ বাড়ন্ত ফসলে ।
অথচ জাগেনি মনে এ-শীতের কোন প্রফুল্লতা
এ-অাঙ্গুল ছুঁয়নিও যেখানে যৌবন বয়ে চলে।
প্রকৃতির রিক্ততায় হইনি অবাক একেবারে,
মজেনিতো মুগ্ধচোখ আকাশের গাঢ় নীলিমায়,
শূন্যতায় ছিল তারা তুমিহীন এই অভিসারে,
তোমারই প্রতিচ্ছবি এ-হৃদয়ে শুধু বয়ে যায় ।
দেখেছি কেবল শীত-- সেদিনের রাত্রির বেলায়,
তুমিতো ছিলে না তাই শূন্যতায় কেটেছে খেলায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much