২৩ নভেম্বর ২০২০

মাহমুদা মৌ



ভুল ঠিকানা খুঁজিনা 

সময়ের ব্যর্থ ধারাপাত খুঁজে,  

আমি আর ভুল পথে হাঁটিনা এখন

কাঁদে রক্ত, মজ্জা, শরীর কেবল তোর কারণে,

তবু আমি আর ভুল পথে হাঁটিনা এখন

আমাতেই বিস্তৃত আমি আজ,

কান্নার গ্লাস কবেই শো-কেসে রেখেছি উঠিয়ে,

অভিমানের এভিনিউকে পাঠিয়ে দিয়েছি আফ্রিকার নিভৃত অরন্যে,

জীবনের ক্ষতগুলো নির্বিকার আজ

ফেলে আসা সময়কে বিষণ্ণ বিলাপ ছাড়া 

আর কিছুই ভাবিনা,

দহনে দাহনে কিয়দংশ জলে ডুবি তবু

আমি আর ভুল পথে হাঁটিনা এখন,

ভুল ঠিকানায় খুঁজিনা আশ্রয়,

ভরসন্ধ্যায় অথবা উল্লসিত প্রভাতে 

কখনো যদি আলগোছে উঁকি দিস 

আমি থিতু হই সমরেশ মজুমদারের সাতকাহনে,

তোর জন্য নেই আর অপেক্ষা- অনুযোগ 

ঠোঁটজুড়ে দীপাবলি নিয়ে দিনমান হাঁটিনা,

তুই থাক অনেকের মাঝে,

আমি হাঁটি সবুজ ঘাসে 

শ্রাবণের বর্ষণে ভিজি। 

ফেলে আসা কপাট বন্ধ করে দেই অষ্টপ্রহর ঘুম 

তবু আমি আর ভুল পথে হাঁটিনা এখন

ভুল ঠিকানায় খুঁজিনা আশ্রয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much