২৩ নভেম্বর ২০২০

শ্যামল রায় এর তিনটি কবিতা



আমি ঘর হতে চেয়েছি

আমি ঘর হতে চেয়েছি

খুঁজে নিতে চাইছি

 একদিকে সূর্য অন্যদিকে জোসনা রাত।

কিন্তু যৌবনে স্বপ্ন দেখাটা, একটু বাড়তি 

 ইছামতি নদীর মতো

কখনো বহতা

কখনো বালির চরা।

কোলাহলের কাছে উড়ে বেড়ায়

এক ঝাঁক প্রজাপতি

প্রিয় সন্ধ্যা নামলে সিঁদুর পরা নারী

নির্ভেজাল ভালোবাসাটা ভুলে যায়

পেরিয়ে যায় সকাল থেকে রাত

পালটায় হাত, ঠোঁট ,গোটা শরীর

আমি তোমার ঘর হতে চেয়েছি

আমি মেঘ হতে চাইনি

আমি প্রজাপতির ডানা হতে চাইনি

যৌবনের স্বপ্ন দেখায়

নির্ভেজাল কবিতা হয়ে ঘর খুঁজছি।


হৃদয়ের হাতে চিঠি


হৃদয়ের হাতে চিঠি পেতে

অন্তরের রানার খুঁজে যাচ্ছি রোজ

রানার চলেছে শুধুই রানার

খবরের বোজা হাতে।

শুকিয়ে যাওয়া খাস জমিতে

 একবার বসবো কিছুক্ষন,

ওখানে মায়াবী গান আছে

ওখানে ভালোবাসাগুলো আছে।

গান গেয়ে উঠবে পাখি

 আচল পাতা থাকবে

সবুজ ধানের ক্ষেতে সোনালী চাঁদ

জীবনের সজীব প্রাণে

বৃষ্টি হয়ে এসো কাছাকাছি।

 কুলকুল ধ্বনি শুনে

শুধুই দুই হাত বাড়াবো---

স্বপ্ন রঙিনে আঙুলের স্পর্শে

হৃদয়ের হাতে চিঠি পাবো

একবার এসো, বসি কিছুক্ষণ

 তবুও খুঁজে যাচ্ছি রানার

জীবনের গান হয়ে উঠতে

অন্তরের চিঠি হাতে--পেতে।


যে কথা বলা হয়নি


যে কথা বলা হয়নি তোমাকে

সে কথা বলতে----

 বৃষ্টিতে দাঁড়িয়ে

রোদ্দেরের তাপে পুড়েছি,

তবুও বলা হয়নি সেসব কথা।

 বলা হয়নি দুঃখ-যন্ত্রণার কথা

 নুন আনতে পান্তা ফুরোনের কথা।

তবুও ভেবেছি বলবো তোমাকে

বলা হয়নি যে সব কথা ।

মনোবল নিয়েই বলবো

নিসংগতা আর লুকিয়ে রাখবো না

 সাহসী হয়ে দাঁড়াবো

খুঁজে নেব বেঁচে থাকার শব্দগুলো,

ভালোবাসার শব্দগুলো

মুষ্টিবদ্ধ হাত ধরে 

চোখে চোখ রেখে বলবো

এসো আরো কাছাকাছি

এই ভাবেই বাঁচি--।

নতুন শব্দের বৃত্ত জুড়ে আমরা।

এখানে এখনো চাঁদ আছে

এখানে এখনো ভালোবাসা আছে

 এখানে এখনো দুঃখের পর সুখ আছে।

তাই বলবো,না বলা কথাগুলো--

 শুধুই তোমার জন্য------।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much