জীবনটা অন্যরকম হতে পারতো
জীবনটা হয়তো আমার অন্য রকম হতে পারতো, পারতো বদলাতে।
একমুঠো সোনালি রোদ্দুর
উঁকি দিতে পারতো।
সূর্যমুখী সকালবেলা হয়ে
ধরা দিতে পারতাম কারোর কাছে।
অথচ সারাটা জীবন কাটালাম
সংসারের যাঁতাকলে।
স্বামী-সন্তান ,শশুর শাশুড়ি
রান্নাঘরের তেলচিটে হাত হয়ে।
সবার কথা ভেবে গেছি
এরা সবাই আমার আপনা।
নিজের দিকে তাকাবার
একটুও অবসরছিল না।
বেলা শেষে গোধূলি লগ্নে
হিসেব করছি দেখা যাচ্ছে
জীবন খাতায় শুধুই ভর্তি কাটাকুটিতে । অথচ
জীবনে বসন্তের দিনগুলিতে
হয়তো পারতাম শিমুল আর
কিংশুকের রঙে রঙিন হয়ে উঠতে।
প্রজাপতির মতো ডানা মেলে
পারতাম উড়ে যেতে।
জীবনটা আমার হয়তো অন্যরকম হতো।
আজ যেমনটি আছি ঠিক তার উল্টো।
আজ বসন্তের অনেকগুলো বছর পার করে এসেছি,
আর বারবার ফিরে পেতে চাইছি দুহাত দিয়ে আঁকড়ে।
কিন্তু সবকিছুই আজ ফাঁকা
রিক্ততায় পরিপূর্ণ জীবন।
একমুঠো হিমেল হাওয়ার
প্রত্যাশায় জীবনকে উষ্ণতায় ভরিয়ে তুলি বারবার।
আর ভাবি জীবনটা আমার অন্যরকম হতে পারতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much