২২ নভেম্বর ২০২০

রণজিৎ সরকার



ক্যানভাস

তোমার এক চিলতে অনুভব ক্যানভাস জুড়ে

স্পন্দনে কাঁপে হৃদয়, দাঁড়িয়ে একটু দূরে

কে বলে তুমি নেই আছ বক্ষমাঝারে

সদা হাস্যে-লাস্যে কাটে সময় প্রহরে প্রহরে

কী বলে ডাকব তোমায় বল গোপনোচারী মনে 

ঘন তমসায় হৃদয় অরণ্যে আলোর বিচ্ছুরণে

স্ফুলিংগে খুঁজে ফিরি মুখ সতত কম্পিত মনে

দেখেছি বিরহডোরে নত আঁখি অনাভরণে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much