হাবিবুর রহমান হাবিব



অক‌বির অ‌চিত্র

ভিসু‌ভিয়া‌সের আ‌গ্নেয়‌গিরীর লাভার মা‌ঝে কি কোন প্রেমহীন ভালাবাসা বা প্রশা‌ন্তির চিহ্ন আ‌ছে ? যা শুধু নি‌র্মোহ, নির্লিপ্ত, ক্ষ‌য়ে চ‌লে‌ছে কা‌লের পর কাল ।

 সুনা‌মি‌তেও ভা‌সি‌য়ে ছিল ঘর,বাড়ী,আমা‌দের খেয়া তরী।

তবুও ম্লান হ‌য়ে যায়‌নি পাতা ঝরা সেই সব স্বপ্ন গু‌লো ।

হিটরা‌রের গ‌্যাস চেম্বা‌রেও যাওয়া হয়‌নি,‌সে তো পরাজ‌য়ের ই‌তিহাস,পু‌ড়ে গে‌ছে অ‌নেক স্ব‌প্নের ই‌তিকথা ।

গত জ‌ন্মে যারা  বে‌ধে‌ছিল পড়ন্ত বি‌কে‌লের পা‌খির বাসা, সে কি এখ‌নো আ‌ছে ?  না‌কি পাহড়ী কোন ঝর্ণায় প্রস্ফু‌টিত স্নিগ্ধ ভো‌রের শি‌শির মাখা ,কোন অজানা ফু‌লের উপর চিরকা‌লের পাথর চাপা দি‌য়ে আ‌ছে ?

মন্তব্যসমূহ

সুন্দর ভিউজ নজর করুন

কবি সানি সরকারের কবিতা "দগ্ধ - মৃত - গাছ"

কবি আইরিন মনীষা এর কবিতা "বেদনার বালুচরে"

রীনা ঘোষ