যে চোখে তুই
যে চোখে তুই আকাশ দেখিস
নূপুর জলে সাঁতার কাটিস
জলছবির এই রান্নাঘরে
আমার সাথেই ঝগড়া করিস।
শহরতলির গভীরতায়
আনমনা হই যখন তখন।
ইট ভাঙা ঐ পথের বুকে
তোর হাসিতেই রাঙাই জীবন।
মেঘলা নখে আঁচড় কাটিস
বারিস ছুঁড়ে মারিস বুকে
চুলের ক্লিপ ফুল হয়ে যাক
তোর আমার 'বিশ্বসুখে'।
যে চোখে তুই আকাশ দেখিস
কাজল ভেজাস মধ্যেরাতে..
নাকছাবিটা গান হয়ে যায়
সেই চোখেরই মল্লারেতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much