২৩ নভেম্বর ২০২০

ফাহমিদা ইয়াসমিন



তোমার ব্যস্ততা খুব 


তুমি এখন ব্যস্ত অনেক 

চর্তুদিকে কাজ

সময় তোমার অনেক দামী, আমার খোঁজে থাকে না তোমার চোখ। 

দায়-দায়িত্ব  এখন তোমার আগের চেয়ে ও বেশি। সেকেন্ড মিনিট হিসেব করে চলো কাজের ঘোরে। 

নষ্ট করোনা সময় মোটেও, চলছো গাড়ির মতো। 

চোখ মেলে দেখো না আমায় সুখে আছি কতো! 

এখন আর হয় না মনে আমার কথা। 

কেমন আছি জানার সময় নাই।

মাঝে মাঝে  মান অভিমান যতই করি চোখ তুলে চাওনা দেখে মনের   ভেতর জমাট ব্যথা। 

তবুও তুমি ভালো থেকো  প্রার্থনা তাই করি।

 সময় তোমার নেই তাতে কি ভালোবাসা নিয়ো।

 আমি তোমার তোমারি আছি থাকবো তোমারি হয়ে।

ব্যস্ত আছো থাকো তোমার কাজে 

আমি কেবল তোমার জন্য সুখ কামনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much