একা
ক্লান্ত দিনের শেষে
যখন আঁধার নেমে আসে
খুঁজে পাই শুধু নিঃসঙ্গতা,
সহস্র মানুষের ভীড় ঠেলে
চেনা পথে-চেনা ঠিকানায়
শুধু এগিয়ে যাওয়া,
হাজারো মুখ জানিয়ে দেয়
আমি একা, আমার কেউ নেই,
বিনিদ্র রাত কেটে যায় সঙ্গী বিহীন,
স্বপ্নগুলো ফিরে আসে অপূর্ণতা নিয়ে
জীবনের কারাগারে আশা গুলো
দোল দিয়ে যায় নিরাশার দোলনায়,
রাতের আকাশ এসে দীর্ঘশ্বাসের সাথে
মনে করিয়ে দেয়,
আমার একাকীত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much