কায়ার মায়া
মানছি তোকে বলতে পারিনি,
সময়ে অনেক কিছু,
সেজন্যই কি তুই নিয়েছিস,
অন্য কারো পিছু?
বেকার তখন ছিলাম আমি,
জানতিস ভালো তুই,
সংসার করতে অর্থ লাগে,
তাইতো নিশ্চুপ রই।
হয়েছিলি কী সমব্যথী,
ছিলিস্ তো আমার সমবয়সী!
ভাবি এখন মনে মনে,
দেখাসনি কেন তবে সহানুভূতি?
বাপের বাড়িতে আসিস যখন,
স্বামীর গাড়িতে চড়ে,
জানিনা কেন বুকের ভেতর,
'অতীত', জাগে ধড়াস করে।
স্বপ্নে এখনো দেখি যে তোকে,
সিঁদুর পরিহিতা নারী,
বক্ষে আমার জড়িয়ে আছিস,
ছাড়াতে নাহি যে পারি।
আদরে আদরে ভরিয়ে দিচ্ছিস,
শরীরে শিহরন তুলে,
সুখ প্রাপ্তির জগতে দুজনে,
চলছি দুলে দুলে।
ভোরের আলো চোখে পড়তেই,
সরে গেল তোর কায়া,
সম্বিত ফিরতেই বুঝলাম আমি,
গতরাতের সবই মায়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much