বেজোড়_ঘুঘুর_গান
আমায় ছেড়ে থাকতে তোকে দেবোনাতো,
অবহেলা যতই করিস, ছুঁয়ে যাবো
হৃদ'মাঝোরে আসন গেঁড়ে থাকবো বসে
তোর কন্ঠে আকুল হয়ে সুর উঠাবো।
ফাগুন'বেলা স্নিগ্ধ ফুলের সুবাস হবো
শাওন বেলা ভিজিয়ে দেবো বৃষ্টি জলে।
অহর্নিশী ছুঁয়ে যাবো উতাল হাওয়ায়
প্রতি ক্ষণে করবো দেখা নানান ছলে
আকুল ভালোবাসা নিয়ে পড়বো ঝরে
জষ্টি মাসে বকুল হয়ে তোর মাথাতে।
তোর উঠোনে দেখিস যদি বেজোড় ঘুঘু
ঘুঘু'র ছলে আসবো আমি সই পাতাতে।
উঠোনে তুই ছিটিয়ে দিবি শরষে দানা,
খাওয়ার ছলে মনের কথা যাবো কয়ে।
চুপটি করে দাওয়াতে তুই থাকিস বসে,
মুখখানি তোর দেখে যাবো বিভোর হয়ে।
সেই মধুর স্মৃতি হৃদয় উদাস করেই যদি,
একলা বসে কান্না করিস ঘরের কোনে।
তোর ও মন ভরিয়ে দেবো ব্যাকুল সুরে,
গান শোনাবো একলা বসে দূরের বনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much