০২ এপ্রিল ২০২১

আইরিন মনীষা




 নারী 



নারী মানে অপরূপ সৃষ্টি

বিধাতার কৃপায় অপার দান,

নারীতেই সৃষ্টি অমর সব কৃষ্টি

করেছে মহীয়ান জগতের শান। 


নারী মানে মমতার আধার

নানান রূপেতে তাকে যে পাই,

ত্যাগের মহিমায় মহিয়সী আকার

তারিই জয়গান যে আজ করে যাই।


নারী মানে ধরণীর আলো 

দেখায় সবাইকে আলোর দিশা,

নারী যে করে সকলের সব ভালো 

নিজেকে দহনে  জাগায় দীপ্ত নিশা।


নারী মানে প্রতিবাদী রূপ

অন্যায় অবিচারে সদা জাগ্রত,

নারীতেই আবিষ্ট মংগল প্রদীপ ছোপ

যুগে যুগে রেখেছে প্রমাণ নারী শাশ্বত


নারী মানে সহিষ্ণুর বন্যা

হয়না তুলনা কোনো কালে,

নারীতেই পাওয়া মা আর কন্যা

হয়েছি ধন্য আমি নারীত্বের তালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much