০২ এপ্রিল ২০২১

মহুয়া চক্রবর্তী




আমি নারী 



নারী তুমি কখনো কমলা কখনো চন্ডী

কখনো ত্রিপুরা সুন্দরী  

তুমি সৃষ্টি তুমি শক্তি

তুমি গর্ভধারিনী।

মেয়ে হয়ে জন্ম নিলে

করে পরের ঘরে দান,

ছেলেকে রাখো নিজের কাছে   তবে মেয়ে কে করো কেনো দান !

বাবার ঘরের কন্যা আমি

স্বামীর ঘরের স্ত্রী,

সন্তানের আজ মা হয়েছি

নিজে আজ নিজেকে শুধাই

আমার আসল পরিচয় কি ?     

দশোভূজা রূপে তুমি সংসার সামলাও

আবার কখনো মাতৃস্নেহে

সন্তানকে বুকে আগলাও।    


চারিদিকে চলছে যখন নারী নির্যাতন

জাগো নারী রণং দেহি রূপে 

এবার করো অসুর নিধন।

নারী যদি না হতো আজ

কে দেখাতো আলো

 সৃষ্টি তাহলে থমকে যেত

 পৃথিবী জুড়ে নামতো আঁধার কালো।

 

লক্ষ নারী কে পুরুষ তন্ত্র বন্দি করেছে ঘরে

স্বাধীনতা আজ দুর্লভ খুব সব নারীদের তরে।জাগো নারী জাগো এবার বেরিয়ে এসো পর্দার আড়াল হতে,

বাঁচার অধিকার শুধু ওদের নয় 

আমাদেরও আছে

চলো এবার পথ চলি একসাথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much