আমাকে খুঁজো
রাতের আকাশে খুঁজো আমাকে
শুকতারাটা চেয়ে চেয়ে |
নীলিমার নীলে ক্ষীণদৃষ্টির আলোকে
রূপালী চাঁদ নক্ষত্রের পাশে ,
সেই দেখাবে আলো আঁধারের বুক চিরে
অচেনা ,অজানা পথ দেখায়ে
নক্ষত্ররাজীর অনিন্দ্য আলোয় ,
হয়তো আমি থাকবো অনেক দূরে
আমাকে পাবে তুমি তারাদের ভীড়ে |
গহীন দু চোখে আবেগী জল ছুঁয়ে ,
চাঁদের ম্লান আলোয় ,
তুমি যদি বুঝতে পারো তবে ,
আমায় আশীর্বাদ করো |
অনন্ত জীবনে যেনো আমি
তুমারই থাকি বন্ধু চিরন্তন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much