সনেট বাঁকাচাঁদের প্রতিক্ষায়
অমাবস্যার বিষাদী আঁচলে ঝরেছে
আমার বসন্তের ফুটন্ত পুষ্পকলি ;
তিমির দিগন্তে শ্যেন-নজর পড়েছে,
নাইটিংগেল হয়ে কিভাবে পথ চলি;
সুরের ধ্বনি তুলে নিশিকালো আকাশে ;
ঝিঁঝিঁ পোকার ক্রন্দনে,পেঁচাদের ডাকে
নক্ষত্রের সন্ধানে কলরব বাতাসে;
পৌঢ় রাত্রির নেত্র বেয়ে স্বপ্নরা হাঁকে !
কৃষ্ণপক্ষ পেরিয়ে শুক্লার আগমনী ;
স্খলিত মুকুলে অমাবস্যা-ঘনঘটা--
জোনাকি-উদরে প্রতিক্ষা-প্রহর গুনি;
স্ফীত তরঙ্গে জোয়ার-ভাটা জলচ্ছটা--
কাককালো ব্যথাতুর বিষন্ন সন্ধ্যায়--!
তৃষ্ণার্ত আমি বাঁকাচাঁদের প্রতিক্ষায়--!!
রচনাকালঃ-০১/০২/২০২১ রাত ১১টা ২৮ মিনিট। (সনেট নং ৯৪)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much