০২ জুন ২০২২

কবি সামরিন শিরিন এর কবিতা "কৃষ্ণচূড়া"






কৃষ্ণচূড়া 

সামরিন শিরিন 




ঝুমঝুম করে কৃষ্ণচূড়া ফুটেছে আবার আজ! 
আগুন রূপসী বৃক্ষগুলো!
তুমি আমাকে কৃষ্ণচূড়া ডাকতে... 
আমি নাকি অমন আগুন মেজাজ!

মোটেই না। 
আমি তো মাটির কায়া 
জলের ছায়া... 
তোমার মতো অর্বাচীন তস্করকে
ডাকি আত্মাপুরুষ!
যদিও কৃষ্ণচূড়া ভীষণ প্রিয় আমার 
খুব ভালো লাগে তার দেমাগি রূপের আঁচ।

মৌসুম জুড়ে কৃষ্ণচূড়া ফুটেছে আবার আজ...
কতদিন দেখিনা তোমায়! 
কতবার জ্বলে নিভে আগুনের সাজ! 
কতদিন ঢেকে রাখি ঘনঘোর মেঘলা মেজাজ!

২টি মন্তব্য:

thank you so much