একান্তে
যখন তার পাই না দেখা,
লাগে কেবল ফাঁকা ফাঁকা।
যখন সে কাছে থাকে,
মনে হয় যেন,সব কিছুই আছে।
যখন সে যায় চলে,
ভাবি মনে তলে তলে।
এরকম কেন,হয় যে আমার,
নুতন করে তাই,ভাবি আবার।
ভাবি অনেক আছে কথা,
বলতে হবে এবার সেটা।
কিন্তু যখন হয় দেখা,
বলতে পারিনা কোনই কথা।
কোনটা বলবো,কি করে বলবো,
না কী কেবল,ওর কথাই শুনবো।
আবোল তাবোল কী রে বলি,
গন্ডগোল সব হয়ে যায় খালি।
সময় এভাবে কেটে যায়,
বুঝতে পারিনা,সে কি ভাবছে আবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much