স্মৃতির অন্তরালে
আসন্ন আরো একটি নির্ঘুম রাত্রি
মস্তিষ্কে তার স্মৃতির জ্বালাতন
শুস্ক চোখে হয়েছি অশ্রু হীন
বিষন্ন মনে ওস্ঠাগত প্রান।
দুঃখের সাগরে ভাষছি ক্রমাগত
প্রত্নলিপি তার একেছি বুকে
স্মৃতি তে জড়িয়ে বাঁচতে চাই আমি
থাকতে চাই আমি বীরঙ্গনার বেশে।
সুখের অন্বেষায় নই আমি চিন্তিত
স্মৃতি দংশন করে বার বার,
নির্জন বনে আমি ঘুরছি ক্রমে
বুকে গাথা শুধু প্রতিচ্ছবি তার।
গোপন আবেগে রয়েছি জড়িয়ে
এ-যেন এক বিষন্ন অভিযান,
হৃদয়ের অন্তরালে কেন শুধু সে
নির্জনতায় বন্দি কেন শুধু আমার প্রান ?
অভিসারের অন্তিম-অপেক্ষায় এসেছি সবে
যানিনা পাব কিনা সেই সন্ধিক্ষণ,
ক্লান্তি-হীন মৃত্যু মিছিলে হাটবোনা আমি
বিরামহীনতাই আসবে অশান্তির নির্ঘুম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much