১৪ ফেব্রুয়ারী ২০২১

প্রেমাংশু শ্রাবণ




অন্য জীবনের স্বাদ



এমন মায়াবী আলো

দেখিনি আগে।

চোখে রহস্যময় বিভ্রম লাগে। 


যুবা সূর্য -সতেজে,দশদিক ঝলমলিয়ে হেসে ওঠে --

উচ্ছল যুবতীদের মতন,

ঝলমলে প্রজাপতি পাখা।


ঝিঁঝি -ফড়িং এর লেজে সুঁতো বেঁধে ছুটে চলা দুরান্ত   বালকের মতো

মাঝে মাঝে আসে দমকা হাওয়া,

এই বেশ----

সত্য হোক চাওয়া।

সত্য হোক সকল প্রত্যাশা।

প্রকৃতি পুরুষ আর মহৎ ভালোবাসা।


হাতে হাত রেখে, নদীর তরঙ্গ গুনতে গুনতে 

চলো খুঁজি--

অন্য জীবনের স্বাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much