১৪ ফেব্রুয়ারী ২০২১

ওয়াহিদা খাতুন




রৌদ্রস্নানে



মাথার উপর কোমল আলোর বিলি খেতে খেতে সর্বাঙ্গে দামাল সূর্যের স্পর্শে মেতে উঠলাম রৌদ্রস্নানে!

কবে ভিজেছি সেই মাঘ নিশিতের আঁচলাবৃত সূর্যে;

আরো একবার বসন্তের প্রাক্কালিন কুয়াশার উষ্ণ ঘ্রাণে --ডিম-কুসুম সূর্যের নরম শয্যায়--

মাঘের সুড়সুড়ি মাখা রৌদ্রের পরশে শরীরের রন্ধ্রে রন্ধ্রে সুখ-ঘুমের ছাওনি ছেয়ে গেলো মজ্জায়--!

আমার রেটিনা বেয়ে গড়তে লাগলো সেই মিষ্টি আলিঙ্গন!

গভীর সুখ কম্পনে এলিয়ে দিলাম আমার দেহ,তনু,মন;

এ কোন নৈসর্গিক স্পর্শে বিলীন হলাম;

সূর্যমুখী হয়ে আরো একবার সূর্যস্নানে হারালাম!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much