ফুড়ুত উড়ে যা
চড়ুই পাখি,চড়ুই পাখি
ফুড়ুত উড়ে যা
রামধনু রং মাখা চড়ুই
আমার সারা গা।
গাঁয়ের ধারে খালে বিলে
পদ্ম শালুক ফোটে
মায়ের আদর লেগে আছে
আমার নরম ঠোঁটে।
মনের উড়ান লিখছি আমি
মেঘের ভেলায় চড়ে
ভুলিয়ে রাখার খেলাপাতি
অবহেলায় পড়ে।
চড়ুই পাখি,চড়ুই পাখি
ফুড়ুত উড়ে যা
মায়া-রোদের স্বপ্নগুলো
লুটোপুটি খা।
মাখামাখি রামধনু রং
আমার সারা গা
চড়ুই পাখি,চড়ুই পাখি
ফুড়ুত উড়ে যা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much