১৪ ফেব্রুয়ারী ২০২১

হামিদুল ইসলাম




বার্তা


এখন কে কার কাড়ে রাতের ঘুম 

              শঙ্কিত মন

হঠাৎ কোথা থেকে কী হয়ে যায়

      অম্লান হৃদয়ের উপবন ।।


জঙ্গলের রাজত্বে আমাদের বাস 

                আমরা বেকুব

গণতন্ত্রের ধ্বজাধারীরা খুন করে গণতন্ত্র 

       রক্তাক্ত প্রতিটি রোমকূপ ।।


ধীরে ধীরে পেরিয়ে যায় নৈঃশব্দের রাত

         জলে ভাসে আরশিনগর

বিন্দু বিন্দু ঘামে যুগে যুগে সিন্ধুর জন্ম 

         যুদ্ধে জড়িত গ্রাম শহর ।।


অন্নদাতারা প্রতিদিন রাস্তার উপর

       কোথায় দেশের স্বাধীনতা 

আমরা নিত‍্য ঐক‍্যের হাত রাখি হাতে 

         দিই রণ দামামার বার্তা ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much