১৪ ফেব্রুয়ারী ২০২১

শ্যামল রায়

 


জীবনেরে খোঁজে 


জীবনের জন্য জীবনের মানে খুঁজছি

দিগন্তের নীল  আকাশে

কিংবা সকল মানুষের মাঝে  খুঁজেছি জীবন,

শুনেছি  জীবনের নানান প্রতিমুহূর্তের কথা 

এখনো খুঁজে যাচ্ছি মানুষের মাঝে জীবনের খোঁজ।

একাকার করব সকলেই আমরা মানুষ

 নিজের জীবনের একটুকরো সুখকে;

যদি সুখ ভেবে নিতে জীবনের মানে হয়

তাহলে হয়তো সুন্দর হবে এ জগত।

তবু আমরা মনুষ্যত্বের জন্য জীবনের মানে খুঁজি।

কখনও বা নীল আকাশের অস্তিত্ব কে ধরে রাখতে চেয়েছি বার বার , খুঁজে নিতে জীবনের মাঝে সকালের ঠিকানা-------

দিগন্তের নীল আকাশে খুঁজেছি জীবন, 

জীবনের খোঁজে তোমরাও দু হাত বাড়াও

এস বেঁচে যেন থাকি ডাল-ভাতে

জাতপাত ভুলে মানুষেমানুষে----।

জীবনের খোঁজ হোক শুধু এখানেই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much