১২ নভেম্বর ২০২০

কৃষ্ণা সাহা

শেষ ঘুমের দেশে 

 হয়তো একদিন 

     যাবো হারিয়ে

        শেষ ঘুমের দেশে ;

      রঙীন পৃথিবী 

  সাদা-কালোয় বদলে যাবে

চোখের নিমিষে!


পথ ঘাট 

     খোলা মাঠ 

            রইবে পড়ে নীরবে ;

         হয়তো রইব 

    আমিও সেদিন 

শুধুই অনুভবে !


শ্রাবণের বৃষ্টিতে 

      ভরে উঠবে 

            খাল-বিল ; 

         বিরহের জ্বরে 

    পুড়বে রোজই

হেরে যাওয়া গাংচিল!


স্নিগ্ধ সকাল 

       সুগন্ধ হারিয়ে 

             রইবে এক কোণায় দাঁড়িয়ে ; 

         অনিহা বাঁধবে ঘর 

   ইচ্ছেমতীর ইচ্ছেদের

দূরে সরিয়ে!


তবুও চাইবো 

      অনিন্দ দা 

            তুমি ভালো থেকো ;

         তোমার চিলেকোঠায় 

    আদরের চাদরে মুড়িয়ে 

অন্তত স্মৃতিটুকু রেখো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much