১২ নভেম্বর ২০২০

ওয়াহিদা খাতুন

জালিয়াতদের ফাঁদে

 

সবখানে জালিয়াতদের পাতা ফাঁদ,

কে শত্রু,কে মিত্র,তা উপায় নেই জানা--

কূচক্রীদের জালে--জীবন বরবাদ;

অন্তর দহনে জ্বলি-- বলতেও মানা--

ঘরে-বাইরে দত্য-দানবদের হাসি;

কোন ছকে পড়ে,কিভাবে হারাবে মান,

সুরে অসুর ঢুকেছে -- মন পুড়া বাঁশি ;

বিষাক্ত ছোবলে অকালেই যাবে প্রাণ! 


রিপুর তাড়নায় জ্বলে--জ্বালো আগুন;

স্বার্থ-লোভে আত্মীয়তা নিয়ে করো খেলা--

হিংসার অনলে পোড়ে-- বসন্ত-ফাগুন;

পৈশাচিক তান্ডবে কাটাচ্ছো নেচে বেলা--


আত্মার সাথেই আত্মার অমিল হলে--! 

তাদেরকে কী আর আত্মীয় বলা চলে--!! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much