১২ নভেম্বর ২০২০

এস এম শামীম রেজা



নিস্তব্ধ কলরব

কে ওখানে...

কেউ কি আছো.

কথা বলছো না কেন?

আমার কথা কি শুনতে পাচ্ছো,


কেউ তো হবেই...

চুপচাপ নিরব হয়ে আছো...

সবাই দেখবে বলে একাকী নির্জনে,

রাতের গহীনে চুপি চুপি হেটে যাচ্ছো।


আমি জানি...

তুমি সেই জনা...

যে আধার রাতে আসো...

স্বপ্নে এসে ভালোবেসে চুপটি করে থাকো,


স্বপ্ন রানী...

হয়ে আনমনা...

নদীর জলে ভাসো..

কেন আমায় সেথাঁয় ডাকো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much