শ্রাবণ সন্ধ্যা
একাকি পথ চলে শ্রাবণের সন্ধ্যা
মনের সুখে ভিজিয়েছে আজকের দিনটা,
রাস্তাটা ভিজে গেছে ভিজেছে বারান্দা
ভেজাতে পারেনি শুধু অভিমানী মনটা।
আবীরের রং ধুয়ে গোধূলি ও ভিজলো
ভিজে গেছে পুকুরের সবকটি পদ্ম,
ভিজে স্নান কাকগুলো, ঘাসফুল ভিজলো
ভিজলো না কিছুতেই চিরকুটের শব্দ।
অলিগলি ভিজেগেছে, থইথই রাস্তা
এখনও ভিজে আছে পার্কের বেঞ্চটা।
সীমান্ত পেরিয়ে দিগন্ত ভিজলো
ভিজলো না একটুও স্বপ্নের কথাটা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much