১২ নভেম্বর ২০২০

হাবিবুর রহমান হাবিব

ঠিকানাহীন



রাতের আকাশ কখন যে জোস্ন্যা হল 

তোমার ভাবনায় দেখা হল না। 

কখন যে গোপনে ঠাই নিলে মনের নয়নে

জানা হয়নি কিছুই। 

নয়নের দৃষ্টি যদি যায় আঁধারে হারয়ে

ব্যথার আগুন হয়ে যদি যায় প্লাবন

অজানার ঠিকানায় ভাসিয়ে নিয়ে যাবে তরী,

মনকে বুঝানো যায়না ভূবণ ভুলিয়ে 

মনের ঠিকানা অজানা। 

ভেঙে যায় যদি ভালো লাগা

ভালঅবাসার অন্ধকার ব্যথার আকাশ

রেখোনা মনে কোন স্মৃতির পরশ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much