বিশ্বাস
বিশ্বাস পিরামিডের মতো
উপরে উঠতে গিয়ে ছোট হতে থাকে শীর্ষে তার ভালোবাসা নাম অব্ক্ত্য যন্ত্রণায় কাতর,তবু ভিতরে উৎসব চলে -
স্বপ্নের বুদবুদ দেয়াল ঘেসে ওড়াউড়ি করে
পা জড়িয়ে কাঁদে ছড়ানো সুখের লতা
আমিও পিরামিডের মতো
উপরে উঠতে উঠতে উঠতে কেবল ছোট হতে থাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much