ফিরে পাওয়ার আশা
মাটির দ্বারা তৈরী ইটে,
আস্ত এক আমার ভিটে।
ভিটের ভিতর বন্ধী থেকে,
মেজাজ যে আজ বড়ই খিটখিটে।
আরে! মেজাজের কি আর দোষ আছে ভাই?
মনের ভেতর যে আর কোন শান্তি নাই!
আতঙ্ক নাড়ছে রোজ দরজায় কড়া;
দেশ যে আজ কঠিন জীবাণুতে ভরা;
আচ্ছা! আমরা কি আর পাবো না ফিরে?
সেই "ধন ধান্য পুষ্পে ভরা,
আমাদের ওই বসুন্ধরা...."
যাহার মাঝে মাঝে আছে সে দেশ...
যে দেশ আমাদের ভারতবর্ষ,
যে দেশ সকল দেশের সেরা...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much