অভিযাত্রী
গ্রামের কাঁচাপাকা পথ পেরিয়ে
হাইওয়ে ধরে গাড়ি ছুটে চলেছে।
চারপাশে নির্জন,হেমন্তের মধ্যরাত।
উইন্ডশিল্ডে আছড়ে পড়া বাতাস কেটে
টুকরো টুকরো হয় শো শো আর্তনাদে
ছড়িয়ে পড়ছে দুপাশে।কিছুক্ষন থেমে থেমে
এম্বুলেন্সের সাইরেন বেজে ওঠে।
এসব আর্তনাদকে তোমার কান্নার মত মনে হয়
যেন আমি চলে যাবার পর তখনো
তুমি লুকিয়ে বসে কাঁদছো
এ যাত্রা অন্তহীন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much