১১ নভেম্বর ২০২০

নূপুর মণ্ডল

অতলান্ত


ভাবতে ভাবতে শেষ বিন্দু পর্যন্ত ভেবেও

ভাবনাগুলির অন্ত পাইনি আজও।

তোমাকে দুহাতে জাপটে ধরবো বলে

যে ভাবনাটি হাত বাড়িয়ে দিয়েছিল

কেন পুড়ে গেল সে ভাবনার উত্তর পাইনি আজও।

সারাদিন বসে বসে তোমার ছবিটি দেখব বলে

যে ইচ্ছা চোখের ক্যানভাসে রঙিন হয়ে উঠল

সেই তোমার ছবিটি কেন ফ্যাকাশে জানা হল না আজও।

আসলে ভাবনারা অতলান্ত

সারাদিন ভেবে ভেবে একটি কবিতাও হয়ে ওঠে ক্লান্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much