দূরান্তর
মাটি তো জমাটই আছে , তাকে খুঁড়ে
উইপোকা কেন তুলে আনো
বুঝতে পারি না কোথায় আমার চোখ
হাতপায়ে সাড়াশব্দ নেই ।
বেদনার নীল ঘর পড়ে আছে
পরাজিত হরিণ আকারে ।
মারীচের সুসংবাদ আমাকে অপেক্ষায় রেখে
আগুনের ঝড় জমা হয় ।
ভূমির গভীরে নেমে আমি ব্রাত্য সাজি
সকাল বিকেল আসে মোচ্ছবের ভাসা গন্ধ নিয়ে
এমন বাহারি আশা গোপনে ও সংগমে
দূর থেকে দূরান্তর দেখে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much