১১ নভেম্বর ২০২০

পূর্ণিমা ভট্টাচার্য (টুকুন)



অচেনা মন

বিশ্বাসগুলো পাক খেতে খেতে অবিশ্বাসে ঘোরে,

সংশয়েরা মনের ভেতর ঢুকে যায় ধীরে ধীরে।

চিন্তাদের যতই ভাবি বাদ দেবো কেটে ছেঁটে,

কোথাথেকে দুশ্চিন্তা  এসে সব কিছু দেয় ঘেটে।

গভীর রাতে স্বপ্নের দল ভরে থাকে চোখ জুড়ে,

ভাবনারা দলে দলে এসে মাথা খায় কুঁড়ে কুঁড়ে।

পাল্টে যায় ছোটবেলার ছোট ছোট কল্পনা,

তবুও যেন লেগে থাকে কিছু কয়েকটি তার কণা।

শব্দ সাজালেই বাক্য হয় না হয় না যেমন কথা,

সুসংগত থেকেও আবার যায় না জীবনে জেতা।

মনটা এমন আজব বস্তু চিনিনা তেমন করে,

উজান টানেও কেমন করে চলে সে লক্ষ্য ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much